ভুটান নারী লিগে অভিষেকেই ম্যাচসেরা শামসুন্নাহার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ২৩ জুলাই ২০২৫
ভুটানের নারী ফুটবল লিগে প্রথম ম্যাচেই দুর্দান্ত খেললেন বাংলাদেশের শামসুন্নাহার ও তহুরা খাতুন। ছবি সংগৃহীত

ভুটানের ন্যাশনাল উইমেন্স লিগে বুধবার অভিষেক হয়েছে বাংলাদেশের দুই ফুটবলার তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়রের। বাংলাদেশ জাতীয় দলের এই দুই ফুটবলার যোগ দিয়েছেন থিম্পু রয়েল কলেজ এফসিতে। প্রথম ম্যাচের নিজেদের জাত চিনিয়েছেন বাংলাদেশের দুই তারকাই। তাদের দল ৪-০ গোলে হারিয়েছে উইগেন একাডেমিকে।

তহুরা খাতুন ও শামসুন্নাহার গোল করেছেন একটি করে। দলের বড় জয়ে দারুণ অবদান রেখে ম্যাচ সেরা হয়েছেন শামসুন্নাহার জুনিয়র। ভুটানের লিগের এই ম্যাচ দিয়ে এ দুই ফুটবলারের বিদেশের লিগেও অভিষেক হলো।

ভুটানের লিগে প্রথম যোগ দিয়েছিলেন বাংলাদেশের ১০ নারী ফুটবলার। তাদের সাথে যোগ দিয়েছেন তহুরা খাতুন ও শামসুন্নাহার। বাংলাদেশের মোট ১২ জন ফুটবলার ভুটানের লিগ মাতিয়ে যাচ্ছেন।

ভুটান থেকে তহুরা খাতুন বলেন, ‘আমরা এসে মাত্র একদিন অনুশীলন করেছি। তারপরই মাঠে নেমেছি। বিদেশি লিগে জীবনের প্রথম ম্যাচ। বেশি খেলতে পারনি। মিয়ানমার থেকে আসার পর কিছুদিন ছুটিতে ছিলাম। আশা করি, পরের ম্যাচগুলোতে আরো ভালো খেলবো। শামসুন্নাহার ভালো খেলেছেন। সে সেরা খেলোয়াড় হয়েছেন।’

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।