নারী ইউরো চ্যাম্পিয়নশিপ

জার্মানির বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ে প্রথমবারের মতো ফাইনালে স্পেন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৮ এএম, ২৪ জুলাই ২০২৫

ম্যাচ জুড়েই ছিল রোমাঞ্চের ছড়াছড়ি। যা পূর্ণতা পেল শেষ মুহূর্তে। ১২০ মিনিটের লড়াইয়ে শেষ সময়ে এসে ম্যাচের একমাত্র গোল হলো। সেই এক গোলেই স্বপ্ন পূরণ হয়েছে স্পেনের। জার্মানিকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে স্পেন।

বুধবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে একমাত্র গোলটি করেন স্পেনের আইতানা বোনমাতি। তার বীরত্বপূর্ণ গোলে বড় মঞ্চে জার্মানির বিপক্ষে প্রথম জয় পেয়েছে স্পেন।

আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথম সেমিফাইনালে ইতালিকে ২-১ গোলে হারানো ইংল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। সুইজারল্যান্ডের বাসেলে অনুষ্ঠিতব্য ফাইনালটি হতে যাচ্ছে ২০২৩ নারী বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি, যেখানে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল স্পেন।

দুইবারের ব্যালন ডি'অরজয়ী বোনমাতি ১১৩ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন। বাঁ দিক থেকে বল পেয়ে অসাধারণ এক শটে বল জার্মানির জালে পাঠান তিনি।

ম্যাচের পর বোনমাতি বলেন, আমি গর্বিত। আমরা এটি প্রাপ্য ছিলাম। আমরা দুর্দান্ত একটি টুর্নামেন্ট খেলেছি। আজকেও আমরা ভুগেছি, জার্মানির বিপক্ষে খেলা সহজ ছিল না। কিন্তু ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পথে এমন একটি ম্যাচ জেতা– এর চেয়ে বেশি আর কী চাওয়া যায়?

প্রথম সেমিফাইনালে ইতালির বিপক্ষে জয়ের নায়ক জার্মান গোলরক্ষক বার্গার এই ম্যাচে আটটি সেভ করেন। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৩টি সেভ করেছেন তিনি। তবে বুধবার ফল নির্ধারণকারী গোলটির দায় নিজের কাঁধে নিয়েছেন বার্গার।

জার্মান গোলরক্ষক বলেন, এই গোলটির দায় আমার। ওই পাশের পোস্ট আমাকে রক্ষা করতে হতো। আমি যতই সেভ করি না কেন, এই গোলটা আমারই হওয়া উচিত ছিল। আমি নিজের জন্য নয়, পুরো দলের জন্যই দুঃখিত, কারণ তারা সত্যিই সবকিছু দিয়ে লড়েছে।

নবম ইউরো শিরোপার লক্ষ্য নিয়ে খেলতে আসা জার্মানি শুরুতেই চমকে দিতে পারত স্পেনকে। ক্লারা বুল গোলের দারুণ সুযোগ পেলেও শটটি পোস্টের পাশ দিয়ে মেরে দেন।

জার্মানির রক্ষণভাগ স্পেনের আক্রমণভাগকে বেশ ভালোভাবেই আটকাতে সক্ষম হয়। যার ফলে ২১ মিনিটের আগে স্পেন কোনো উল্লেখযোগ্য সুযোগ পায়নি।

এরপর এক দুই করে সুযোগ তৈরি করতে থাকতে দুই দল। তবে লক্ষ্যভেদ করতে পারেনি কেউই। ম্যাচের মূল সময় শেষ হলেও কোনো গোল না হওয়ায় অতিরিক্ত আরও ৩০ মিনিট খেলা পরিচালনার সিদ্ধান্ত নেন রেফারি।

ইউরো সেমিফাইনালে আগে ১০টির মধ্যে ৯টিই জেতা জার্মান দল মনে করেছিল হয়তো খেলা টাইব্রেকারে যাবে, কিন্তু ১১৩ মিনিটে বোনমাতির দুর্দান্ত মুহূর্ত সেই সম্ভাবনা শেষ করে দেয়, শক্তিশালী জার্মানিকে বিদায় করে নিজ দল স্পেনকে তোলেন ফাইনালে।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।