‘স্বপ্ন পূরণের বাতিঘর’ বার্সাকে নিজের বাড়ি মনে হচ্ছে রাশফোর্ডের
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সেলোনায় যোগ দিয়েছেন মার্কাস রাশফোর্ড, এটি এখন ফুটবলভক্তদের প্রায় সবাই জানেন। কিন্তু গতকাল বুধবার চুক্তি সাইন করে নতুন ডেরায় গিয়ে কতটা স্বস্তি অনুভব করছেন ইংলিশ ফরোয়ার্ড, তা জানতেই আগ্রহী তারা।
ভক্তদের রাশফোর্ড জানিয়েছেন, বার্সায় নিজের বাড়িতে থাকার মতোই অনুভব করছেন। কাতালান ক্লাবের প্রশংসায় ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, এটি এমন একটি ক্লাব, যেখানে স্বপ্ন সত্যি হয়।
রাশফোর্ড পুরো এক মৌসুমের জন্য ধারে বার্সায় যোগ দিয়েছেন। এই চুক্তিতে আগামী গ্রীষ্মে স্থায়ীভাবে স্থানান্তরের সুযোগও রাখা হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এই ট্রান্সফারের জন্য ফি নির্ধারণ করা হয়েছে প্রায় ৩০ মিলিয়ন ইউরো (৩৪.৯ মিলিয়ন ডলার)। যদিও দুই ক্লাবের কেউই এই অঙ্ক আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
রাশফোর্ড বার্সা টিভিকে বলেন, ‘আমি খুবই উচ্ছ্বসিত। এটি এমন একটি ক্লাব যেখানে মানুষের স্বপ্ন সত্যি হয়, বড় বড় ট্রফি জেতা হয় এবং ক্লাবটি যে মূল্যবোধ ধারণ করে, তা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এখানে এসে মনে হচ্ছে আমি আমার ঘরেই আছি। এটাই এখানে আসার বড় কারণ, কারণ আমি এটাকে পারিবারিক ক্লাব হিসেবে দেখি। খেলোয়াড়েরা এখানে স্বাচ্ছন্দ্যবোধ করেন। প্রতিভা দেখানোর জন্য এটি আদর্শ জায়গা।’
২৭ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড আরও বলেন, ‘কোচের সঙ্গে আমার যেসব আলোচনা হয়েছে, সেগুলোর ধরন ছিল খুব ইতিবাচক। গত মৌসুমে তিনি যা করেছেন, তা অসাধারণ। এত তরুণ একটি দলকে সফল একটি মৌসুম উপহার দেওয়া এবং এরপরও আরও কিছু জয়ের আকাঙ্ক্ষা থাকা- এটা প্রমাণ করে আমি এই ক্লাব নিয়ে যা ভাবতাম, তা সঠিক এবং এটি ঠিক তেমনই, যেমনটা আমি চেয়েছিলাম।’
বার্সা জানুয়ারি থেকেই রাশফোর্ডের প্রতি আগ্রহী ছিল। কারণ গ্রীষ্মে নতুন লেফট উইঙ্গার খুঁজছিল স্প্যানিশ ক্লাবটি। যদিও বার্সার প্রথম পছন্দ ছিলেন স্পেনের নিকো উইলিয়ামস ও কলম্বিয়ার লুইস দিয়াজ। কিন্তু নিকো অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করেন আর লিভারপুল দিয়াজের ব্যাপারে আলোচনায় রাজি হয়নি। ফলে বার্সা রাশফোর্ডকে বেছে নেয় বার্সা।
রাশফোর্ড বলেন, ‘আমি শুরু থেকেই স্পষ্ট ছিলাম যে বার্সায় আসতে চাই। জানুয়ারি থেকেই ইচ্ছা ছিল। কিন্তু সম্ভব হয়নি। তাই আমি অ্যাস্টন ভিলায় গিয়ে ভালো কিছু সময় কাটিয়েছি।’
বার্সার আক্রমণভাগে লামিন ইয়ামাল, রাফিনিয়া, রবার্ট লেওয়ানডস্কি, ফেরান তোরেস ও দানি ওলমোর সঙ্গে যুক্ত হবেন রাশফোর্ড।
ম্যানইউর সঙ্গে এখনো তিন বছরের চুক্তি বাকি রাশফোর্ডের। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির কাছ থেকে সাপ্তাহিক ৩ লাখ ২৫ হাজার পাউন্ড বেতন পাচ্ছেন এই ফরোয়ার্ড।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে ১৮ বছর বয়সে পা রাখার পর ম্যানইউর হয়ে ৪২৬ ম্যাচে ১৩৮ গোল করেছেন রাশফোর্ড। তার সময়কালে ম্যানইউ ইউরোপা লিগ, দুটি এফএ কাপ এবং দুটি কারাবাও কাপ জিতেছিল। গেল ডিসেম্বরের পর থেকে ম্যানইউ কোচ রুবেন অ্যামোরিম তাকে বিবেচনায় না আনায় ছয় মাসের জন্য ধারে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছিলেন রাশফোর্ড। সেখান থেকেই বার্সায় পদার্পণ।
এমএইচ/জিকেএস