ভুটান লিগে একাই ৭ গোল বাংলাদেশের মারিয়ার, জয়ের ব্যবধান ২৩-০!

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ২৪ জুলাই ২০২৫

ভুটানের ঘরোয়া ফুটবল ন্যাশনাল উইমেন্স লিগে বাংলাদেশের নারী ফুটবলারদের আরো একটি গোল উৎসবের দিন গেলো বৃহস্পতিবার।

থিম্পু সিটিতে খেলা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অভিজ্ঞ মিডফিল্ডার মারিয়া মান্দার জন্য বৃহস্পতি ছিল তুঙ্গে। এ দলে মারিয়া মান্দার সাথে খেলছেন শামসুন্নাহার সিনিয়র। গেলেফু এএফসির বিপক্ষে মারিয়া-শামসুন্নাহারা জিতেছেন ২৩-০ গোলে! মারিয়া মান্দা একাই করেছেন ৭ গোল।

দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে মারিয়া মান্দা জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

প্রসঙ্গত, ভুটানের ঘরোয়া নারী লিগে চারটি ক্লাবে বাংলাদেশের ১২ জন ফুটবলার অংশ নিচ্ছেন।

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।