হাইজাম্প নাকি ফুটবল? দোটানায় ৬ স্বর্ণজেতা রুমকি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ৩০ জুলাই ২০২৫

৮ বছর আগেও ফুটবল মাঠ দাপিয়ে বেড়িয়েছেন উম্মে হাফসা রুমকি। বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে দেশের বাইরেও খেলেছেন সিরাজগঞ্জের এ যুবতী। অ্যাথলেটিকস ও ফুটবল পাশাপাশিই খেলতেন। ২০১৭ সালে ফুটবলকে বিদায় জানিয়ে পুরোপুরি মনোনিবেশ করেন অ্যাথলেটিকসে। হাইজাম্পে এরই মধ্য ৬টি স্বর্ণ, ৫টি রূপা ও ২টি ব্রোঞ্জ জিতেছেন। জাতীয় রেকর্ড ভেঙেছেন দুইবার।

উচ্চতা ৫ ফুট সাড়ে ৭ ইঞ্চি। লিকলিকে দেহ। দেখলে মনে হবে বাতাসের বারি খেয়েই পড়ে যাবেন। ২৪ বছরের উম্মে হাফসা রুমকি যেন বাতাস কেটেই লাফান।

আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা পরবর্তী এসএ গেমস। জাতীয় দলের ক্যাম্পে নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর এই হাই জাম্পার। এরই মধ্যে তিনি আবার বাফুফে থেকে প্রস্তাব পেয়েছেন জাতীয় নারী ফুটবল দলের ক্যাম্পে যোগ দেওয়ার। গোলরক্ষক রুমকিকে কি আবার দেখা যাবে ফুটবলের লাল-সবুজ জার্সিতে?

বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বুধবার রুমকিকে ক্যাম্পে আসার প্রস্তাব দেওয়ার কথা বলেছেন। কিরণ বলেন, ‘এক সময় গোলরক্ষক রুমকি ফুটবল ক্যাম্পে ছিলেন। তখন সে অ্যাথলেটিকও খেলতেন। আমরা একটা সময় সিদ্ধান্ত নিলাম এখন আর একাধিক খেলায় অংশ নেওয়ার সুযোগ নেই। ফুটবল খেললে অন্য খেলায় থাকা যাবে না। রুমকি ওই সময় ফুটবল ছেড়ে অ্যাথলেটিকসেই চলে যায়। আমরা আবার রুমকিকে ক্যাম্পে ডাকতে চাই, যদি সে অন্য খেলা ছেড়ে আসে।’

রুমকি জাগো নিউজকে জানিয়েছেন, ‘ম্যাডাম (মাহফুজা আক্তার কিরণ) আমাকে কয়েকদিন বলেছেন আমি যদি ফুটবলে ফিরতে চাই তাহলে মানসিকভাবে প্রস্তুত থাকতে। আমি কিছু জানাইনি। সময় নিচ্ছি। কারণ এখন আমি এসএ গেমসের ক্যাম্পে আছি। ফুটবলে ফিরলে আমাকে অ্যাথলেটিকস ছাড়তে হবে। ২০১৭ সালে অ্যাথলেটিকসের জন্যই ফুটবল ছেড়েছিলাম। বাংলাদেশ নৌবাহিনীর সাথে আমার ৬ বছরের চুক্তি আছে। ২০২০ সাল থেকে খেলছি। এ বছর চুক্তি আবার নবায়ন হবে।’

এটাই কি সমস্যা, নাকি আরো ইস্যু আছে? রুমকির জবাব, ‘জাতীয় অ্যাথলেটিকস দলের ক্যাম্পে আছি। ২২ ও ২৩ আগস্ট হবে জাতীয় সামার মিট। আর ফুটবলের ক্যাম্প শুরু হবে ১ সেপ্টেম্বর। অ্যাথলেটিকস ছেড়ে দিলাম, নৌবাহিনীর চাকরিও ছাড়লাম ঠিক আছে। তবে আমি তো এখানো পড়ছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফিজিক্যাল অ্যাডুকেশন ও স্পোর্টস সায়েন্সে। চতুর্থ সেমিস্টারে প্রথম বর্ষে আছি। ফুটবলে যোগ দিলে পড়াশোনার বিষয়টি নিয়ে ম্যাডাম দেখবেন বলে জানিয়েছেন। এসব বিষয় নিয়ে ভাবতে একটু সময় নিচ্ছি।’

রুমকি তিনটি নারী ফুটবল লিগে অংশ নিয়েছেন। কুমিল্লা ইউনাইটেড ও জামালপুর কাচারিপাঁড়া একাদশে খেলেছেন। শেষবার তিনি কাচাড়িপাড়া একাদশের সহকারী কোচের দায়িত্বও পালন করেছেন। ২০১৭ সালে ৮ মাস ছিলেন গোলাম রব্বানী ছোটনের অধীনে বাফুফের ক্যাম্পে।

এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি ম্যাচ খেলেছেন চীন, জাপান ও কোরিয়ার বিপক্ষে। ফুটবল ছেড়ে অ্যাথলেটিকসে গেলেও ফুটবল কোচ হওয়ার স্বপ্নে গোলরক্ষক 'বি' ডিপ্লোমা কোচিং কোর্সের প্রথম মডিউল করেছেন।

অ্যাথলেটিকসে কমনওয়েলথ গেমস ও ইসলামি সলিডারিটি গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। অ্যাথলেটিকসে নিজের অবস্থান আরো মজবুত করা অথবা আবার ফুটবলে ফিরে গোলপোস্টের নিচে দাঁড়ানোর সুযোগের কোনটা বেছেন নেবেন রুমকি? আগস্টের সামার মিটের পরই সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলবেন সিরাজগঞ্জের এই অ্যাথলেট।

আরআই/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।