অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ

নাইজেরিয়াকে উড়িয়ে ১৪ বছর পর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩০ পিএম, ০৯ অক্টোবর ২০২৫

চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে নাইজেরিয়াকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।

এই জয়ে ১৪ বছর পর (২০১১ সালে সবশেষ) প্রথমবারের মতো আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে। শনিবার শেষ আটে তাদের প্রতিপক্ষ মেক্সিকো।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই সারকোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ২৩ ও ৫৩ মিনিটে দুটি গোল করেন কারিজ্জো। এরপর ৬৬ মিনিটে সিলভেট্টি ৪-০ করেন।

গ্রুপ পর্বে আর্জেন্টিনা প্রথম ম্যাচে কিউবাকে ৩-১ গোলে, দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে এবং শেষ ম্যাচে ইতালিকে ১-০ গোলে পরাজিত করে তিন ম্যাচেই জয়লাভ করে।

তবে দুঃসংবাদ হলো, ডান কাঁধে চোট পাওয়ায় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় আলভারো মন্তোরো বাকি টুর্নামেন্টে খেলতে পারবেন না।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।