রোনালদোর হাতেই ব্যালন ডি’অর

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:২২ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৭

লিওনেল মেসিকে হারিয়ে পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় (বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিট) প্যারিসের আইফেল টাওয়ারে এক অনুষ্ঠানে ব্যালন ডি’অর জয়ী হিসেবে রোনালদোর নাম ঘোষণা করা হয়।

বিশ্বের ১৭৩ জন সাংবাদিকদের ভোটে এ পুরস্কার জিতলেন রিয়াল মাদ্রিদ তারকা। এর আগে ব্যালন ডি’অর পুরস্কারের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফ্রান্স ফুটবল। তালিকায় ছিলেন নেইমার, কাভানি, ডি ব্রুইনি, দিবালা, হ্যারি কেইনদের মতো তারকারা।

এ পুরস্কারের মধ্যদিয়ে লিওনেল মেসিকে ছুঁয়ে ফেললেন সিআরসেভেন। এতদিন পাঁচটি ব্যালন ডি’অর জিতে শীর্ষে ছিলেন বার্সা তারকা লিওনেল মেসি। ২০০৮ সাল থেকে গেল ৯ বছর ট্রফিটা ভাগাভাগি করে নিয়েছেন এ দুজন।

গেল মৌসুমটি দুর্দান্ত কেটেছে রোনালদোর। ক্লাবটির হয়ে লা লিগা ও মর্যাদার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া জাতীয় দল পর্তুগালকেও রাশিয়া বিশ্বকাপের টিকিট এনে দেয়ায় রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।