সহজ জয়ে কোয়ার্টারের পথে ম্যান সিটি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৮ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১

ম্যানচেস্টার সিটির দুর্দান্ত পথচলার গল্প ক্রমেই দীর্ঘায়িত হয়েছে। বুধবার রাতে বরুশিয়া মনশেনগ্লাডবাখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেছে পেপ গার্দিওলার দল।

বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় শেষ ষোলোর প্রথম লেগে ২-০ গোলের সহজ জয় পেয়েছে ম্যান সিটি। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাদের টানা ১৯তম জয়।

ম্যাচে শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলেছে ম্যানচেস্টার সিটি। ২৯ মিনিটে বেনার্দো সিলভার গোলে এগিয়ে যায় দলটি। জোয়াও কানসেলোর দারুণ ক্রসটি হেডে জালে জড়ান পর্তুগিজ মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল হেসুস। এই গোলেও বড় অবদান ছিল কানসেলোর। তার ক্রস থেকে বল হেডে বক্সের মধ্যে বাড়ান সিলভা। সহজেই সেই বল জালে জড়ান হেসুস।

এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল সিটি। কেননা আগামী ১৬ মার্চ ফিরতি লেগে মনশেনগ্লাডবাখকে গার্দিওলার দল মোকাবেলা করবে নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে।

এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।