৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-সিশেলস ম্যাচ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ২৩ মার্চ ২০২৩

সিলেট জেলা স্টেডিয়ামে ৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ ও সিশেলসের মধ্যকার ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। আগামী ২৫ ও ২৮ মার্চ অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।

ম্যাচ দুটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে বৃহস্পতিবার সিলেট জেলা ক্রীড়া সংস্থা ভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ম্যাচের টিকিটের দাম ঘোষণাসহ অন্যান্য বিষয় তুলে ধরেন বাফুফে সদস্য ও সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহিউদ্দিন আহমেদ সেলিম।

বুধবার বিকেলে ঢাকায় এসে বিমানবন্দর থেকেই সিলেটে চলে গেছে সিশেলস ফুটবল দল। বাংলাদেশ সেখানে গেছে আরও কয়েকদিন আগে। সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প শেষ করে সেখান থেকে ফিরে ম্যাচভেন্যুর শহর সিলেটে গিয়ে অনুশীলন করছেন জামাল ভূঁইয়ারা।

জাতীয় ফুটবল দল সৌদি আরবে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছিল। মদিনা ক্লাব দল ও আফ্রিকার মালাউই এর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে ১-১ গোলে ড্র করে হ্যাভিয়ের ক্যাবরেরার দল।

২৫ মার্চ সিশেলসের বিপক্ষে ম্যাচটি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ২০২৩ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ। সিলেটে হওয়ার কথা ছিল ত্রিদেশীয় সিরিজ। তবে ব্রুনাই আসতে পারবে না বলে জানিয়ে দেওয়ায় এখন সিরিজ হয়ে গেছে দ্বিপাক্ষিক।

সিশেলসের বিপক্ষে দুটি ম্যাচই বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে বলে জানিয়েছে বাফুফে।

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।