সাফের দুটি টুর্নামেন্টে এক গ্রুপে বাংলাদেশ-ভারত

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ২২ জুলাই ২০২৩

এ মাসেই ভারতের বেঙ্গালুরুতে হয়ে গেলো সাফ চ্যাম্পিয়নশিপ। জামাল ভূঁইয়া-সুনিল ছেত্রীদের পর এবার দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে নামছে বয়সভিত্তিক দলগুলো। ১-১০ সেপ্টেম্বর ভুটানে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ এবং ২১-৩০ সেপ্টেম্বর নেপালে হবে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ।

দুটি টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে শনিবার ঢাকায়। বাফুফে ভবনে অনুষ্ঠিত ড্রয়ে ৬ দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। ফিফার নিষেধাজ্ঞায় থাকায় শ্রীলঙ্কা নেই কোনো টুর্নামেন্টে।

দুটি টুর্নামেন্টেরই গ্রুপপর্বে দেখা হয়ে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের। অনূর্ধ্ব-১৬ তে বাংলাদেশ, ভারত ও নেপাল খেলবে 'এ' গ্রুপে। 'বি' গ্রুপের তিন দল হচ্ছে-মালদ্বীপ, ভুটান ও পাকিস্তান।

অনূর্ধ্ব-১৯ এ বাংলাদেশ ও ভারত পড়েছে বি' গ্রুপে। অন্য দলটি ভুটান। 'এ' গ্রুপের তিন দল মালদ্বীপ, নেপাল ও পাকিস্তান।

দুটি টুর্নামেন্টের ড্র পরিচালনা করেছেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। উপস্থিত ছিলেন বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।