নেইমারের পর এবার আল হিলালে বিশ্বকাপ মাতানো বোনো
ইউরোপ ছেড়ে একের পর এক ফুটবলার পাড়ি জমাচ্ছেন সৌদি আরবে। ক্রিশ্চিয়ানো রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পরই বদলে গেছে সৌদির ফুটবল। রিয়াদ মাহরেজ, রবার্তো ফিরমিনো, জর্ডান হেডারসন, অ্যানগোলো কন্তে, করিম বেনজেমা, সাদিও মানের মতো ফুটবলাররা বিনা দ্বিধায়ই বেছে নিয়েছেন সৌদিকে।
বর্তমানে ফুটবল বিশ্বে মেসি-রোনালদোর পর যাকে সবচেয়ে বড় তারকা মনে করা হয়, সেই নেইমারও নাম লিখিয়েছেন মরুর দেশে। ৩১ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকাকে দলে টানার কথা মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানায় সৌদি প্রো লিগের দল আল হিলাল।
নেইমারের পর এবার কাতার বিশ্বকাপে মরক্কো রূপকথার নেপথ্য কারিগর ইয়াসিন বোনোকেও দলে ভেড়ালো ক্লাবটি।
শুক্রবার (১৮ আগস্ট) বাংলাদেশ সময় মধ্যরাতে নিজেদের খেলোয়াড় হিসেবে ৩২ বছর বয়সী ইয়াসিন বোনোকে পরিচয় করিয়ে দিয়েছে আল হিলাল। জানা গেছে, শিগগিরই হবে তার মেডিকেল।

২০২২ বিশ্বকাপে রীতিমত রুপকথার গল্প লিখেছিল মরক্কো। ইতিহাস গড়ে নাম লিখিয়েছিল সেমিফাইনালে। মরক্কোর সেই চমক লাগানো পারফরম্যান্সের অন্যতম কারিগর ছিলেন বোনো। পেনাল্টি ঠেকিয়ে নায়কও হয়েছিলেন। সেই ইয়াসিন বোনোকেই এবার দেখা যাবে সৌদি আরবের ক্লাব আল হিলালে, নেইমারের সঙ্গে খেলতে।
২০১৯ থেকে বোনো ছিলেন স্প্যানিশ ক্লাব সেভিয়াতে। ২০১৯-২০ মৌসুমে লোনে খেলেন ৬ ম্যাচ। পরের মৌসুমে তাকে কিনে নেয় সেভিয়া। তিন মৌসুমে খেলেন ৯০ ম্যাচ।
এমএমআর/জেআইএম