নিউজিল্যান্ডে বিধ্বস্ত শ্রীলঙ্কা
শনিবার ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ফলোঅনে পড়ে আবার ব্যাট করতে নেমেছে সফরকারী শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ বিনা উইকেটে ৮৪ রান।
এর আগে টেস্টের প্রথম দিনের ৭ উইকেটে সংগ্রহ করা ৪২৯ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে মাত্র ১২ রান তুলতেই শেষ তিনটি উইকেট হারায় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ব্রেন্ডন ম্যাককুলাম বাহিনীর সংগ্রহ ৪৪১ রান। সর্বোচ্চ ১৯৫ রান এসেছে অধিনায়কের ব্যাট থেকেই। ৮৫ রান করেছেন জিমি নিশাম। সফরকারীদের পক্ষে তিনটি করে উইকেট নেন সুরঙ্গা লাকমল ও অ্যাঞ্জেলো ম্যাথুস।
ব্যাটিংয়ে নেমে কিউই পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা। টপ অর্ডারের সেরা চার ব্যাটসম্যানের মধ্যে কেবলমাত্র লাহিরু থিরিমান্নে দুই অঙ্কের ঘরে পৌঁছতে পেরেছেন। বাকি সবাই ব্যর্থ। যা একটু লড়াই করেছেন ম্যাথুস। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান এসেছে লঙ্কান অধিনায়কের ব্যাটে। ফলে মাত্র ৪২.৪ ওভারে ১৩৮ রানেই শেষ সফরকারীদের প্রথম ইনিংস।