কোহলি-রাহানের ব্যাটে ভারতের জবাব


প্রকাশিত: ১১:২২ এএম, ২৮ ডিসেম্বর ২০১৪

সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ছন্দময় ব্যাটিং করেছে ভারত। বিরাট কোহলি ও আজিঙ্ক্য রাহানের সেঞ্চুরিতে ‍তৃতীয় দিনশেষে ৮ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ৪৬২ রান। এখনো অস্ট্রেলিয়ার চেয়ে ৬৮ রানে পিছিয়ে রয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।

তৃতীয় দিন অসাধারণ খেলেছেন বিরাট ও রাহানে। দু’জনই পেয়েছেন সেঞ্চুরি। কোহলি সাজঘরে ফিরেছেন ১৬৯ রানে। রাহানে আউট হয়েছেন ১৪৭ রানে। অস্ট্রেলিয়া সফরে দারুণ ফর্মে রয়েছেন কোহলি। এ নিয়ে সিরিজে তৃতীয় ও ক্যারিয়ারের নবম সেঞ্চুরি পূর্ণ করেছেন। সুনীল গাভাস্কারের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়া সফরে ৩টি সেঞ্চুরি পেয়েছেন তিনি।

রাহানের সঙ্গে ২৬২ রানের জুটি গড়ে ভারতকে ভাল জায়গায় পৌঁছে দিয়েছেন কোহলি। মাঝে জনসনের সঙ্গে তর্কযুদ্ধে জড়িয়েছেন ক্ষ্যাপাটে কোহলি। যদিও তিক্ততার দিকে গড়ানোর আগে বাকি খেলোয়াড়দের হস্তক্ষেপে বিষয়টি মিটে গেছে। কোহলি ও রাহানে ছাড়া বাকিরা তেমন স্কোর গড়তে পারেননি। যদিও আগের দিন ৬৮ রান করেছিলেন বিজয় মুরালি। তাই দিনশেষে ৮ উইকেট হারিয়ে ধোনিদের সংগ্রহ ৪৬২ রান।

সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস : ৪৬২/৮ (কোহলি ১৬৯, রাহানে ১৪৭, বিজয় ৬৮; হ্যারিস ৪/৬৯)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ৫৩০/১০ (স্মিথ ১৯৫, রর্জাস ৫৭; শামি ৪/১৩৮)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।