কন্যার বাবা হলেন ওয়াসিম আকরাম


প্রকাশিত: ১২:০০ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৪

কন্যা সন্তনের বাবা হলেন পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আকরাম। রোববার তার ম্যানেজার আরসালান হোসেন শাহ ফেসবুকে আকরাম-ভক্তদের এই সুসংবাদ দিয়েছেন। একই সাথে কন্যা সন্তানের একটি ছবিও তিনি পোস্ট করেছেন তিনি।

আকরাম নিজেও তার ফেসবুক পেজে তৃতীয় সন্তানের বাবা হওয়ার খবর দিয়েছেন এবং ভক্তদের কাছে নতুন অতিথির নামও চেয়েছেন।

দ্বিতীয় স্ত্রী শানিয়েরার গর্ভে আকরামের এটি প্রথম সন্তান। আগের স্ত্রী হুমার পক্ষে তৈমুর ও আকবর নামে দু’টি পুত্র সন্তান রয়েছে তার।

১৯৯৫ সালে হুমার সঙ্গে আকরামের বিয়ে হয়। কিন্তু ১০ বছরের সংসারে পর ২০০৫ সালে মারাত্মক অসুস্থতার কারণ মারা যান আকরামের স্ত্রী হুমা। এরপর গত বছর আগস্টে অস্ট্রেলিয়ার শানিয়েরাকে বিয়ে করেন আকরাম। এখন তারা মেলবোর্নেই থাকেন। এই ঘরে আকরামের প্রথম সন্তানের জন্মও হয়েছে মেলবোর্নে। 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।