সুযোগ হাতসাড়া ম্যান সিটির


প্রকাশিত: ০৮:৫০ এএম, ২৯ ডিসেম্বর ২০১৪

চেলসির সাথে ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করল ম্যানুয়েল পেলিগ্রিনির ম্যান সিটি। রবিবার তারা নিজেদের মাঠে পয়েন্ট টেবিলের ১৯তম স্থানে থাকা দুর্বল দল বার্নলির সাথে ২-২ গোলে ড্র করেছে।

ম্যাচের ২৩ মিনিটে গোল করে সিটিকে প্রথমে এগিয়ে দেন সিলভা। ৩৩ মিনিটে ফার্নান্দিনহো গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধেই ২-০ তে এগিয়ে গিয়ে নির্ভার সিটি দ্বিতীয়ার্ধে আর কোনো গোল করা দূরে থাক উল্টো দু’দুটো গোল হজম করে ড্র করে মাঠ ছাড়ে।

৪৭তম মিনিটে বার্ণলির বয়েড নিজ ক্লাবের মাঠের বাইরে প্রিমিয়ার লীগের প্রথম গোল করে দলকে দারুণভাবে উজ্জীবিত করেন। এরপর ৮১ মিনিটের মাথায় বার্নস সমতাসূচক গোল করেন।এরপর অনেক চেষ্ট করেও আর লিড নিতে পারেনি ল্যাম্পার্ড-সিলভারা। ফলে এ বছর নিজেদের শেষ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ হয় পেলেগ্রিনির শিষ্যরা। উল্লেখ্য ১৯ ম্যাচে চেলসির সংগ্রহ ৪৬। অন্যাদিকে, সমানসংখ্যক ম্যাচে সিটির পয়েন্ট ৪৩।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।