খালেদের ৬ উইকেট, ২৫৬ রানে অলআউট নিউজিল্যান্ড ‘এ’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১৬ এএম, ১৫ মে ২০২৫
ছবি: সংগৃহীত

সিলেটে চারদিনের অনানুষ্ঠানিক টেস্টের দ্বিতীয় দিনের সকালে নিউজিল্যান্ড ‘এ’ দলকে ২৫৬ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। টাইগার পেসার খালেদ আহমেদ একাই নিয়েছেন ৬ উইকেট।

৮ উইকেটে ২২৬ রান নিয়ে দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। আর ৩০ রান যোগ করে থেমেছে তারা। ৫৯ রান খরচায় ৬ উইকেট নেন খালেদ। ৩২ রানে ৩ উইকেট শিকার এনামুল হকের।

টেস্টের প্রথম দিন অবশ্য আরও বড় বিপদে ছিল নিউজিল্যান্ড ‘এ’ দল। ৮৪ রানে ৫টি আর ১০১ রানে ৬ উইকেট হারিয়ে অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল তারা। কিন্তু সাত নম্বর ব্যাটার মিচেল হে আর আট নম্বরের ড্যান ফক্সক্রফট প্রতিরোধ গড়ে তোলেন। ফক্সক্রফটকে বোল্ড করেন খালেদ।

মিচেল হে ৬৮ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনে তিনি ৮১ রানের ইনিংস খালেদের বলেই বোল্ড হয়েছেন। এছাড়া দশ নম্বরে নেমে ক্রিশ্চিয়ান ক্লার্ক করেন ২৮ রান।

খালেদ তার ৬ উইকেটের ৩টিই করেছেন বোল্ড। একটি আবার এলবিডব্লিউ। বোঝাই যাচ্ছে, তাকে খেলতে বেশ বেগ পেতে হয়েছে সফরকারীদের।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।