ঢাকা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে জাগোনিউজের আরিফুর রহমান
গত বছর ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্য সবকিছুর মত খেলাধুলার অঙ্গনেও পরিবর্তনের ছোঁয়া লেগেছে। গত এক বছরে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। তখন থেকেই শোনা যাচ্ছিল ঢাকা জেলা ক্রীড়া সংস্থায়ও নতুন অ্যাডহক কমিটি দেয়া হবে।
অবশেষে সেই অ্যাডহক কমিটি আজ (বুধবার) অনুমোদন দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যে কমিটিতে ক্রীড়া সাংবাদিক কোটায় স্থান পেয়েছেন দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম-এর বিশেষ সংবাদদাতা ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সভাপতি আরিফুর রহমান বাবু।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা: ২ (১৫) এ উল্লিখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতা অনুসারে ঢাকা জেলার জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা: ২ (৪) ও ৮-এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কতৃক অনুমোদিত হয়েছে।
৯ সদস্যের অনুমোদিত অ্যাডহক কমিটির আহ্বায়ক হবেন ঢাকা জেলা প্রশাসক এবং সদস্য সচিব হবেন ঢাকা জেলা ক্রীড়া কর্মকর্তা। এছাড়া সদস্য হিসেবে এই কমিটিতে থাকছেন সাবেক হকি খেলোয়াড় মো: ইউসুফ আলী, সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম, সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও আম্পায়ার সাথিরা জাকির জেসি, আরচারি ক্রীড়া সংগঠক মো. আনিসুর রহমান, ক্রীড়া সংগঠক ও পৃষ্ঠপোষক তারেক আহমেদ আদেল, ছাত্র প্রতিনিধি ফারদিন হাসান অন্তন ও ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু।
আইএইচএস/