রংপুর ও ঠাকুরগাঁয়ের জয়ে শুরু নারী হকি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ০২ নভেম্বর ২০২৫

ব্র্যাক ব্যাংকের পৃষ্ঠপোষকতায় অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট রোববার শুরু হয়ে রাজশাহী জোনের খেলা দিয়ে। প্রথম দিনে জয় পেয়েছে রংপুর ও ঠাকুরগাঁও। রাজশাহীতে প্রথম খেলায় রংপুর জেলা ৫-০ গোলে জয়পুরহাট জেলাকে পরাজিত করেছে। দ্বিতীয় খেলায় ঠাকুরগাও জেলা ২-০ গোলে দিনাজপুর জেলাকে পরাজিত করেছে।

এ আসরে খেলছে ১৮ জেলা। দুই পর্বে হবে এই টুর্নামেন্ট। ১৮ জেলা প্রথম পর্বে ৪ জোনে ভাগ হয়ে খেলছে। প্রতি জোনের চ্যাম্পিয়ন দল এবং বিকেএসপিকে নিয়ে ডিসেম্বরের শেষের দিকে চূড়ান্ত পর্ব হবে।

এই জোনের অন্য দলটি হচ্ছে রাজশাহী। ময়মনসিংহ জোনের ৫ জেলা হচ্ছে ময়মনসিংহ, নারায়নগঞ্জ, কিশোরগঞ্জ, ঢাকা, নেত্রোকোনা, কুমিল্লা জোনের চার জেলা হচ্ছে চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার ও সিলেট এবং যশোর জোনের ৪ জেলা হচ্ছে যশোর, নড়াইল, ঝিনাইদহ ও পটুয়াখালী।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।