দলে ফিরলেন জিমি-পিন্টু


প্রকাশিত: ০৪:০৭ এএম, ০৬ জানুয়ারি ২০১৫

কৃষ্ণা কুমারকে অধিনায়ক করে হকি ওয়ার্ল্ড লিগের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। নিষেধাজ্ঞা কাটিয়ে প্রায় ১৪ মাস পর আন্তর্জাতিক হকিতে ফিরছেন রাসেল মাহমুদ জিমি, কামরুজ্জামান রানা ও ইমরান হাসান পিন্টু।

গত নভেম্বরে এশিয়া কাপের পর শৃঙ্খলাজনিত কারণে চার খেলোয়াড়কে নিষিদ্ধ করে ফেডারেশন। গত ২৭ অক্টোবর রানা এবং নভেম্বরে রাসেল মাহমুদ জিমি, পিন্টু ও জাহিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

এর আগে সেপ্টেম্বরে ঘরের মাঠে প্রথম রাউন্ডের চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় রাউন্ডে খেলছে বাংলাদেশ। সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ড থেকে তিনটি করে ৯ দেশ তৃতীয় রাউন্ডে যাবে। পরবর্তীতে চার গ্রুপে বিভক্ত হয়ে তৃতীয় রাউন্ডে খেলবে ২০ দেশ। প্রতি গ্রুপের শীর্ষ দেশগুলো সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে।

বাংলাদেশ স্কোয়াড- খোরশেদুর, সারোয়ার, মিলন, আবু সাইদ, ফরহাদ, চয়ন, আশরাফুল, অসীম, রুম্মান, রেজাউল, পুস্কর ক্ষিসা, যুবায়ের, কৃষ্ণা (অধিনায়ক), মঈনুল, জিমি, রানা, রিমন ঘোষ, ইমরান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।