নীরবতা ভেঙ্গে মুখ খুললেন কোহলি


প্রকাশিত: ০৪:৫৫ এএম, ০৬ জানুয়ারি ২০১৫

ধোনির অবসর নিয়ে এত দিন কোন কথা বলেনি সদ্য নিযুক্ত অধিনায়ক বিরাট কোহলি। টেস্ট ক্রিকেট থেকে হঠাৎ মহেন্দ্র সিংহ ধোনির অবসরের সিদ্ধান্ত দলের সবাইকে হতবাক করেছে। নীরবতা ভেঙ্গে কথাটা স্বীকার করলেন ভারতের টেস্ট  দলের এই  অধিনায়ক।

সিডনিতে অধিনায়ক হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে তিনি বলেন,‘ এটা আমাদের কাছে একটা বিস্ময়’। ম্যাচের পর তখন সবাই পোশাক বদলাচ্ছিলাম, জিনিসপত্র ঠিক করছিলাম। ঠিক তখনই ধোনি তার সিদ্ধান্তের কথা জানায়।

অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন টেস্ট ড্রয়ের পরই অবসরের  ঘোষণা দেন ধোনি। দীর্ঘ সাত বছর ভারতীয় দলের অধিনায়ক থাকার পর হঠাৎ করেই এই সিদ্ধান্ত নিয়ে ফেললেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক।

টেস্ট থেকে ধোনির অবসরের পর কথা উঠে টিম ডিরেক্টর রবি শাস্ত্রী ও কোহলির সঙ্গে মতপার্থক্যের জেরেই ক্যাপ্টেন কুলের এই সিদ্ধান্ত। কিন্তু কোহলি এটাকে গুজব বলে উড়িয়ে দিয়ে বলেন, যতদিন ধোনি দলের সঙ্গে থাকবে ততদিন তার পরামর্শ নিয়েই তিনি দল চালাবো । মিডিয়া নিজেদের মত করে বিষয়টিকে ব্যাখ্যা করেছে বলেও মন্তব্য করেন কোহলি। 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।