ব্লাটারের প্রতিদ্বন্দ্বী প্রিন্স আলী


প্রকাশিত: ০৪:৩৩ এএম, ০৭ জানুয়ারি ২০১৫

টানা ১৭ বছর ধরে সভাপতির চেয়ার আগলে রেখেছেন সেপ ব্লাটার। আগামী ২৯ মে অনুষ্ঠিত ফিফা সভাপতি পদের নির্বাচনে অংশ নিচ্ছেন ব্লাটার। এবার তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে জর্ডানের যুবরাজ এবং ফিফার এশিয়া অঞ্চলের সহসভাপতি প্রিন্স আলী বিন আল হুসেইন সাথে।

এর আগে মঙ্গলবার ফিফা সভাপতির পদে নিজের নাম ঘোষণা করেন জর্ডানের এই যুবরাজ। এক বিবৃতিতে তিনি বলেন, আমি ফিফা সভাপতির পদটি অলঙ্কৃত করতে চাই। কারণ সংস্থাটির সব ধরনের প্রশাসনিক দুর্নীতি বন্ধ করে এখন খেলায় ফেরার সময় হয়েছে।

২০১১ সালে এশিয়া অঞ্চল থেকে ফিফার সহসভাপতি পদে নির্বাচিত হন প্রিন্স আলী। সংস্থাটির জ্যেষ্ঠ কয়েকজন পদস্থ কর্মকর্তার সঙ্গে আলাপ-আলোচনার পর সিদ্ধান্তটি নিয়েছেন বলে জানান তিনি।

ব্লাটার সভাপতির পদে নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন দুর্নীতির অভিযোগে সংস্থাটির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। সাম্প্রতিক সময়ে রাশিয়া ও কাতারের ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের স্বত্ব পাওয়া নিয়েও দুর্নীতির তীরে বিদ্ধ হয়েছেন ব্লাটার।  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।