জয় দিয়ে বছর শুরু নিউজিল্যান্ডের
নতুন বছরটা জয় দিয়ে শুরু করল নিউজিল্যান্ড। বুধবার সিরিজের দ্বিতীয় টেস্টে সফরকারী শ্রীলঙ্কাকে ১৯৩ রানে হারিয়েছে তারা। এই জয়ের মাধ্যমে ২-০ সিরিজ জিতে নিল তারা। এর আগে ১ উইকেটে ৪৫ রান নিয়ে পঞ্চম দিনে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা।
টেস্ট বাঁচাতে শেষ দিনে নয় উইকেটে সারা দিন পার করার প্রয়োজন ছিল সফরকারীদের আর জিততে প্রয়োজন ছিল ৩৪৫ রানের। কিন্তু দিনের শুরুতেই ছন্দ হারিয়ে ফেলে লঙ্কান ব্যাটসম্যানরা। ফলে দ্বিতীয় ইনিংসে ৭২.৪ ওভার ব্যাট করে ১৯৬ রানেই অলআউট শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৬২ রান লাহিরু থিরিমান্নের ব্যাটে। ৫০ রান করেছেন কুশল সিলভা।
এর আগে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে সংগ্রহ করা ২২১ রানের জবাবে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৩৫৬ রান জমা করেছিল শ্রীলঙ্কা। নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৫২৪ রান করে ইনিংস ঘোষণা করে। ততোক্ষণে ৩৯০ রানের বড় লক্ষ্যমাত্রা হয়ে গেছে প্রতিপক্ষের জন্য। শেষ পর্যন্ত এই রান তাড়া করতে গিয়ে ১৯৬ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন কেন উইলিয়ামসন।