হারের বৃত্তে রিয়াল


প্রকাশিত: ০৩:০৫ এএম, ০৮ জানুয়ারি ২০১৫

হারের বৃত্ত থেকে বের হতে পারছে না রিয়াল মাদ্রিদ। বুধবার কোপা দেল রের শেষ ষোলোর প্রথম লিগে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরেছে তারা।

মাদ্রিদ ডার্বির এই ম্যাচ প্রথম থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠে। ম্যাচের ১৩তম মিনিটে গ্যারেথ বেল গোল করলেও অফসাইটের কারণে গোলটি বাতিল হয়ে যায়। কাউন্টার অ্যাটাকে গোলের সম্ভাবনা জাগিয়ে তুলেছিল স্বাগতিক অ্যাতলেতিকো। অ্যান্তোনিও গ্রিজম্যান আর দলে নতুন করে ফেরা ফার্নান্দো তোরেসের সেই প্রচেষ্টাটি ব্যর্থ হলে প্রথমার্ধ গোলশুন্য অবস্থাতেই থাকে।

ম্যাচের ৫৬ মিনিটের মাথায় রিয়াল তারকা সার্জিও রামোস অ্যাতলেতিকোর রাউল গার্সিয়াকে নিজেদের ডি বক্সে ফেলে দিলে পেনাল্টির সুযোগ পায় স্বাগতিকরা। আর সে সুযোগকে কাজে লাগিয়ে ম্যাচের ৫৮ মিনিটে লিড নেয় অ্যাতলেতিকো।

গোল হজমের পর ম্যাচের ৬৩ মিনিটে জেমস রদ্রিগেজকে তুলে নিয়ে রোনালদোকে মাঠে নামান আনচেলত্তি।
ম্যাচের ৭৬ মিনিটে জিমিনেজ গোল করে ব্যবধান দ্বিগুণ করে। ম্যাচের বাকি সময়টাতে আর কোনো গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিমিওনের শিষ্যরা।  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।