ফাইনালে শারাপোভার প্রতিপক্ষ ইভানোভিচ
নতুন বছরটা ভাল ভাবেই শুরু করলেন রাশান সুন্দরী মারিয়া শারাপোভা। ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস প্রতিযোগিতায় ফাইনাল নিশ্চিত করেছে টুর্নামেন্টের এই শীর্ষবাছাই।
কোয়ার্টার ফাইনালে সপ্তম বাছাই স্পেনের কার্লা সুয়ারেজ নাভ্রারোকে ৬-১ ও ৬-৩ গেমে হারিয়ে সেমির টিকিট পান শারাপোভা। সেমির লড়াইয়েও পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন তিনি। একই ব্যবধানে অর্থাৎ ৬-১ ও ৬-৩ গেমে অবাছাই ইউক্রেনের এলিনা সভেৎলিনাকে হারের স্বাদ দেন শারাপোভা।
ফাইনালে শারাপোভা মুখোমুখি হবেন দ্বিতীয় বাছাই সার্বিয়ার আনা ইভানোভিচের।