হিরো আলমের ছবিতে ভিলেন হবেন মুশফিক (ভিডিও)


প্রকাশিত: ১২:২২ পিএম, ২৬ জুলাই ২০১৬

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যাট হাতে যেমন বাংলাদেশ দলের অন্যতম প্রধান স্তম্ভ, তেমনি গ্লাভস হাতেও উইকেটের পেছনে নির্ভরতার প্রতীক। তবে কী এবার ব্যাট বল ছেড়ে অভিনয় জগতে নাম লেখাচ্ছেন মুশফিক! সোশ্যাল মিডিয়ায় বহুল আলোচিত হিরো আলমের ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করার প্রস্তাব পান স্বয়ং আলমের কাছে থেকে। তবে মুশফিক নিজে জানিয়েছেন, তিনি নায়ক নন, হিরো আলমের মুভিতে ভিলেন হতে চান।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করে বাংলাদেশ ক্রিকেট দল। তাদের অনুশীলন দেখতে আসেন হিরো আলম। অনুশীলন শেষে মুশফিকের দেখা পান আলম। এ সময় তিনি টেস্ট অধিনায়ককে তার মুভিতে নায়ক হবার প্রস্তাব দেন। মুশফিক তার প্রস্তাব ফিরিয়ে দেন। তবে শর্ত দেন যদি ভিলেন হিসেবে নেয়া হয়, তাহলে তিনি অভিনয় করতে রাজি আছেন।

উল্লেখ্য, মুশফিকের বাড়ি বগুড়ায় এবং হিরো আলমের বাড়িও একই জেলায়। বগুড়ার দুই সন্তানের কথোপকথন শেষে হিরো আলম সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমি মুশফিক ভাইকে হিরো চরিত্রে অভিনয় করতে বলেছিলাম, তিনি আমাকে বলেছেন, ভিলেনের অভিনয় করবেন।’

এদিন আলম শুধু মুশফিকের সঙ্গে দেখা করেননি। ক্রিকেটার এনামুল হক বিজয়, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, নাসির হোসেন, শাহরিয়ার নাফীসের সঙ্গেও দেখা করেন। প্রত্যেকেই জানান তারা আলমের ভক্ত। ফেসবুক-ইউটিউবে তার ভিডিও দেখেছেন।

ক্রিকেটারদের সঙ্গে দেখা করার পর আলম বলেন, ‘আগে জানতাম না ক্রিকেটাররা আমার এতো বড় ভক্ত, আজকে জানলাম। এটা জেনে আমার খুব ভালো লাগছে।’
হিরো আলমের ছবিতে ভিলেন হবার প্রস্তাবটা অনেকটা মজা করেই দিয়েছেন মুশফিকুর রহিম।

মুশফিককে হিরো আলমের নায়ক হওয়ার প্রস্তাব



আরটি/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।