আবারও ব্যালন ডি’অর জিতলেন রোনালদো
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর মুখেই শেষ হাসি ফুটল। সোমবার সুইজারল্যান্ডের জুরিখে লিওনেল মেসি ও ম্যানুয়েল নয়্যারকে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো ফিফা ব্যালন ডি’অর জয়ের স্বাদ পেলেন পর্তুগিজ এই তারকা।
ব্যালন ডি’অর নির্বাচনের ক্ষেত্রে ক্রিস্টিয়ানো রোনালদো ৩৭ দশমিক ৬৬ শতাংশ ভোট পেয়েছেন। লিওনেল মেসি পেয়েছেন ১৫ দশমিক ৭৬ শতাংশ। আর ম্যানুয়েল নয়্যার পেয়েছেন ১৫ দশমিক ৭২ শতাংশ ভোট।
২০১৪ সালটা দুর্দান্ত কেটেছে ক্রিস্টিয়ানো রোনালদোর। দেশের জার্সিতে তেমন কোনো শিরোপা জিততে না পারলেও রিয়াল মাদ্রিদের হয়ে বছরটি দূর্দান্ত কেটেছে পর্তুগিজ তারকার। রিয়ালকে গত বছর চারটি উল্লেখযোগ্য ট্রফি জেতাতে অনন্য অবদান ছিল তার। চ্যাম্পিয়ন্স লিগ সাফল্যেও নায়কের ভূমিকায় ছিলেন তিনি। আর বছরজুড়ে দারুণ ফর্মে থাকায় ক্লাব ও দেশের জার্সিতে গেল বছর ৬১টি গোল করেছেন সিআরসেভেন। এর স্বীকৃতি স্বরূপ এবার ব্যালন ডি’অর জিতলেন রিয়ালের এই তারকা। এর আগে ২০০৮ ও ২০১৩ সালে তিনি ফিফা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।

বর্ষসেরা কোচ: জার্মানিকে বিশ্বকাপ জেতানো জোয়াকিম লো নির্বাচিত হয়েছেন বর্ষসেরা কোচ। এই তালিকায় তার সঙ্গে ছিলেন রিয়াল মাদ্রিদের কার্লোস আনচেলত্তি ও অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়াগো সিমন।
বর্ষসেরা নারী ফুটবলার: বর্ষসেরা নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন জার্মানির নাদিন কেসলার। এই তালিকায় তার সঙ্গে ছিলেন ব্রাজিলের নারী ফুটবলার মার্তা ও যুক্তরাষ্ট্রের আবি ওয়ামবাচ।
বর্ষসেরা গোল: সেরা গোলদাতার পুরস্কার, ফিফা পুসকাস অ্যাওয়ার্ড পেলেন কলম্বিয়ান সেনসেশন হামেশ রদ্রিগেজ। বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে দুর্দন্ত গোলটি করেছিলেন হামেস। এ তালিকায় তার সঙ্গে ছিলেন নেদারল্যান্ডসের রবিন ফন পার্সি ও আয়ারল্যান্ডের স্টেফানি রস।
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: সবাইকে অবাক করে দিয়ে বিশ্বকাপের স্বেচ্ছাসেবকরা জিতে নিয়েছেন ফেয়ার প্লে এর পুরস্কার। অন্যান্য বছর এই পুরস্কার কোনো প্রতিষ্ঠান, ব্যক্তি বা দল পায়।
বর্ষসেরা মহিলা কোচ: বর্ষসেরা মহিলা কোচ নির্বাচিত হয়েছেন জার্মানির রালফ ক্যালেম্যান। তিনি গত বছরও তিনজনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন।