রোনালদোর ছেলেকে মেসির আদর (ভিডিও)
জুরিখে জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে উপস্থিত ছিল জুনিয়র রোনালদো। সেখানেই প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে পেয়ে সাক্ষাৎ করার সুযোগটা হাতছাড়া করল না পর্তুগিজ যুবরাজের পুত্র।
মেসিকে দেখে সোজা তার কাছে চলে গেল রোনালদো জুনিয়র। বার্সেলোনা সুপারস্টারও তার মাথায় হাত বুলিয়ে আদর করলেন। দুজনের মধ্যে কথাও হলো। মেসির আদরে উচ্ছ্বসিত হলো রোনালদোর ছেলে।
এ সম্পর্কে ক্রিস্টিয়ানো রোনালদো বলেন,আমার ছেলে মেসির দারুণ ভক্ত। অনলাইনে সে মেসির খেলার ভিডিও দেখে ও তাকে নিয়ে প্রশংসায় মেতে ওঠে। এরপর ফিফা তাদের ওয়েবসাইটে ভিডিওটি পোস্ট করে।