রাতে ঢাকায় ফিরছেন তামিম


প্রকাশিত: ০৯:৩৫ এএম, ১৪ জানুয়ারি ২০১৫

রাতে ঢাকায় ফিরছেন তামিম ইকবাল। গত ২৯ ডিসেম্বর মেলবোর্নের অ্যাভিনিউ হাসপাতালে তামিম ইকবালের ডান হাঁটুতে অস্ত্রোপচার করেছেন ডা. ডেভিড ইয়াং। এরপর সেখানে বেশকিছু দিন ধরে চলেছে পুনর্বাসন-প্রক্রিয়া।

অস্ট্রেলিয়ায় পুনর্বাসনকাজের সিংহভাগজুড়ে ছিল ফিজিওথেরাপি। একদিন অবশ্য ট্রেডমিলে দৌড়েছেনও। তবে তা কৃত্রিমভাবে শরীরটাকে ঝুলিয়ে রেখে, ট্রেডমিলে শরীরের অর্ধেক ভর দিয়ে। তামিমের ভাষায়, ‘এটা বিশেষ ধরনের একটা ট্রেডমিল। দৌড়ানোর সময় মনে হচ্ছিল, আমি বাতাসের মধ্যে দৌড়াচ্ছি।’

ঢাকায় ফেরার পর পুনর্বাসন প্রক্রিয়াটা কী রকম হবে, সেটা ঠিক করে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকেই। সেটিও জানা গেল তামিমের কাছ থেকে, ‘শনিবার বা রবিবার আমি জগিং-নকিং শুরু করব। ব্যাট হাতে প্রথম দুই-তিন দিন শুধু নক করব। এরপর আস্তে আস্তে স্পিন, মিডিয়াম পেস, পেস বল খেলব। পুরোপুরি নেট করব ২৩ জানুয়ারি থেকে।’

তামিম ইকবালের জন্য এটা করতে হবে বিশেষ ব্যবস্থায়। কেননা ওইদিন অনুশীলন সূচি নেই জাতীয় দলের ক্রিকেটারদের। বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে এর পরদিনই।

দ্রুত সুস্থ হওয়ার জন্য ৩টি ইনজেকশনের যে কোর্স শুরু করেছিলেন, তার দ্বিতীয়টি মঙ্গলবার নিয়েছেন তামিম। শেষটি নিতে হবে ২৭ জানুয়ারি। এ জন্য দলের সঙ্গে প্রথমে ব্রিসবেন গেলেও ২৬ তারিখ আবারও তাঁকে যেতে হবে মেলবোর্নে। সেদিন তামিমের অবস্থা আরও একবার পর্যবেক্ষণ করে দেখবেন ইয়াং।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।