জয় পেল অস্ট্রেলিয়া


প্রকাশিত: ১১:৫২ এএম, ১৬ জানুয়ারি ২০১৫

ভারত ও ইংল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে এবারের বিশ্বকাপের স্বাগতিকরা। ডেভিড ওয়ার্নারের শতকে ইংলিশদের ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।

শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ড ৪৭.৫ ওভারে ২৩৪ রানে অলআউট হয়। জবাবে শেষ দিকে দ্রুত ৪টি উইকেট হারালেও জয় নিয়ে তেমন একটা ভাবতে হয়নি অস্ট্রেলিয়াকে। ১০ ওভার এক বল বাকি থাকতেই ৭ উইকেটে লক্ষ্যে পৌঁছায় তারা।

প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে ইংল্যান্ড। দ্রুত আরও তিন ব্যাটসম্যান আউট হয়ে গেলে এক সময় তাদের স্কোর দাঁড়ায় ৫/৬৯।

এরপর পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ওয়েন মর্গ্যান একাই দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন। কিন্তু অন্য কেউ তাকে সঙ্গ না দিতে পারায় আড়াইশ’ পর্যন্ত পৌঁছায়নি তাদের ইনিংস।

নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে অধিনায়ক মর্গ্যান তার সপ্তম ওয়ানডে শতক করেন। ১৩৬ বলে ১১টি চার ও ৩টি ছক্কায় ১২১ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন জস বাটলার। ইংলিশদের অল্প রানে বেধে ফেলতে মিচেল স্ট্যার্ক ৪টি এবং জেমস ফকনার ৩টি উইকেট নেন।

জবাবে অ্যারন ফিঞ্চ ১৫ রান করে আউট হয়ে গেলেও আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের দৃঢ়তায় ভালো শুরু করে অস্ট্রেলিয়া। আর কেউ বড় ইনিংস না খেলতে পারলেও তৃতীয় উইকেটে স্টিভেন স্মিথের (৩৭) সঙ্গে ৮৭ রানের জুটি গড়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন ওয়ার্নার।ক্রিস ওকসের বলে ইয়ান বেলের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১২৭ রান করেন ওয়ার্নার। এটা তার তৃতীয় ওয়ানডে শতক। তার ১১৫ বলের ইনিংসটি ১৮টি চার সমৃদ্ধ। ইংল্যান্ডের পক্ষে ওকস ৪০ রানে ৪ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৪৭.৫ ওভারে ২৩৪ (বেল ০, আলি ২২, টেইলর ০, রুট ৫, মর্গ্যান ১২১, বোপারা ১৩, বাটলার ২৮, ওকস ৮, জর্ডান ১৭, ব্রড ০*, ফিন ০; স্ট্যার্ক ৪/৪২, ফকনার ৩/৪৭, ম্যাক্সওয়েল ১/৩৭, ডোহার্টি ১/৩৮, কামিন্স ১/৪২)

অস্ট্রেলিয়া: ৩৯.৫ ওভারে ২৩৫/৭ (ওয়ার্নার ১২৭, ফিঞ্চ ১৫, ওয়াটসন ১৬, স্মিথ ৩৭, বেইলি ১০, ম্যাক্সওয়েল ০, হ্যাডিন ১৬, ফকনার ৬*, স্ট্যার্ক ০*, ওকস ৪/৪০, জর্ডান ১/৩৩, আলি ১/৪৫)

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।