বিশ্বকাপে মালিঙ্গার চারে চার (ভিডিও)


প্রকাশিত: ০৭:১৩ এএম, ১৭ জানুয়ারি ২০১৫

ওয়ানডে ক্রিকেটে হ্যাট্টিক হয়েছে, হ্যাট্টিক হয়েছে বিশ্বকাপেও। কিন্তু চার বলে চার উইকেট নেওয়ার ঘটনা ক্রিকেটে এই প্রথম। বিরল এই রেকর্ডটি করেন শ্রীলঙ্কান বোলার মালিঙ্গা।    

২০০৭ বিশ্বকাপে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই কীর্তি করেন তিনি। সেদিন প্রথমে ব্যাট করে শ্রীলংকা তুলেছিল মাত্র ২১০ রান। একসময় মনে হচ্ছিল জয় থেকে ঢিল ছোড়ার দূরত্বে দক্ষিণ  আফ্রিকা। জয় পেতে মাত্র ৪ রান দরকার। হাতে আছে তখনও পাঁচ উইকেট।

এমন অবস্থায় শুরু হয় আসল নাটক, যা কেউ কোনদিন দেখেনি। লংকান দলপতি ৪৫তম ওভার করার জন্য বল তুলে দিলেন মালিঙ্গার হাতে। প্রথম চার বল টিকতে পারলেও পঞ্চম বলে কিছু বুঝে ওঠার আগেই শন পোলকের লেগ স্ট্যাম্প উপড়ে গেলো। পরের বলে স্কুপ করতে গিয়ে উপল থারাঙ্গাকে ক্যাচ দিলেন এন্ড্রু হল। পরের ওভারের প্রথম বলেই ক্যালিস আউট হলেন কুমার সাঙ্গাকারার হাতে ক্যাচ দিয়ে।পরের বল আবার ইয়র্কার। স্ট্যাম্প এলোমেলো হয়ে গেল মাখায়া এনটিনির। চার বলে চার উইকেট।

শুধু বিশ্বকাপই নয় ওয়ানডে ইতিহাসে মালিঙ্গাই প্রথম যিনি পরপর চার বলে চার উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।