ক্ষমা চাইলেন রোনালদো


প্রকাশিত: ০৯:১১ এএম, ১৭ জানুয়ারি ২০১৫

রিয়ালকে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে তুলতে না পারায় ভক্তদের কাছে ক্ষমা চাইলেন রোনালদো। বৃহস্পতিবার রাতে নিজেদের বাঁচা-মরার লড়াইয়ে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। বড় ব্যবধানে জয়ের সমীকরণের ম্যাচে উল্টো ড্র করে কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয় রিয়াল।

নিজেদের মাঠে প্রতিপক্ষকে হারাতে না পারার জ্বালা,সঙ্গে কোপা দেল রে থেকে বিদায় সব কিছু মিলে ভক্তদের কাছে ক্ষমা চান রোনালদো। আর কথা দেন লা-লিগা এবং চ্যাম্পিয়নস লিগ দুটো শিরোপা ঘরে তুলে কোপার দুঃখ ভুলিয়ে দেয়ার।

ম্যাচ শুরুর আগে সদ্যই ব্যালন ডি’অর জেতা ট্রফিটা নিয়ে মাঠে নেমে রিয়াল সমর্থকদের সঙ্গে আনন্দ-উল্লাস করেন রোনালদো। সঙ্গে ছিলেন রিয়ালের পুরস্কার জয়ী সতীর্থ রদ্রিগেজ,রামোস এবং ক্রুস। রোনালদো ব্যালন ডি’অর শিরোপা উঁচিয়ে ধরার সঙ্গে উল্লাস বয়ে যায় পুরো বার্নাব্যু স্টেডিয়ামে।

তবে ম্যাচ শেষে সেই আনন্দ পুরোটাই ফিকে হয়ে যায়। উঁচু মাথা নিচু করেই মাঠ ছাড়েন রোনালদোসহ রিয়ালের বাকি সদস্যরা। পরে সংবাদ সম্মেলনে সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করে ক্ষমা চান রোনালদো।   

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।