হকি লীগ : হার দিয়ে শুরু বাংলাদেশর


প্রকাশিত: ১১:০৪ এএম, ১৭ জানুয়ারি ২০১৫

বড় ব্যবধানে হার দিয়ে সিঙ্গাপুরে ওয়ার্ল্ড হকি লীগের দ্বিতীয় পর্ব শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশ শক্তিশালী জাপানের কাছে ৫-১ ব্যবধানে হেরেছে।

শনিবার সকালে পুল ‘বি’-এর ম্যাচের শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় মিনিটেই মিয়াজাকি সুনিয়া জাপানকে দারুণ এক ফিল্ড গোলে এগিয়ে নিয়েছেন (১-০)। প্রথম গোল খাওয়ার ধকল শেষ হতে না হতেই ১১তম মিনিটে কাইয়ুকাওয়া কোজির গোলে ব্যবধান দ্বিগুণ করেছে জাপান। ১৮তম এবং ২২তম মিনিটে আরও ২ গোল খেয়ে একেবারেই খেই হারিয়ে ফেলেছে বাংলাদেশ (৪-০)। ব্যক্তিগত দ্বিতীয় ও জাপানের পক্ষে শেষ এবং পঞ্চম গোলটি করেছেন সূচনায় গোল করা সুনিয়া। বাংলাদেশের পক্ষে মামুনুর রহমান চয়ন সান্ত্বনাসূচক গোলটি করেছেন।

রোববার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে বাংলাদেশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।