সম্পর্কের ইতি টানলেন রোনালদো-ইরিনা
পাঁচ বছরের দীর্ঘ একটি সম্পর্কের ইতি টানলেন ক্রিস্টিয়ানো রোনালদো আর রুশ সুপার মডেল ইরিনা শায়েক। নিউইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেচেন ইরিনার ব্যক্তিগত সচিব।
এক বিবৃতিতে ইরিনার সচিব বলেন,আমরা নিশ্চিত করে বলছি যে রোনালদোর সঙ্গে ইরিনার সম্পর্কের সমাপ্তি ঘটেছে। ইরিনা ও রোনালদোর পরিবার নিয়ে যে কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, সম্পর্ক ভাঙার জন্য এটা কোনো কারণ নয়। তিনি আরও বলেন ইরিনার জীবন থেকে অতীত হয়ে গেছেন রোনালদো।
রোনালদো ও ইরিনা সম্পর্ক ভাঙার বিষয়টি প্রথম সবার সামনে আসে ফিফা ব্যালন ডি’অর অনুষ্ঠানে। যেখানে বান্ধবীকে ছাড়াই জুরিখে উড়াল দিয়েছিলেন রিয়াল মাদ্রিদ তারকা। তবে সে সময় বিষয়টি অস্বীকার করেছিলেন ইরিনার এই সচিব।