জুনায়েদকে নিয়ে দুশ্চিন্তায় পাকিস্তান!
জুনায়েদ খানকে নিয়ে হয়তো দুশ্চিন্তায় পড়ে গেল পাকিস্তান। চোট থেকে সেরে না ওঠায় নিউ জিল্যান্ডের মাটিতে দুটি ওয়ানডে এবং বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না এই পেসার। বিশ্বকাপের ১৫ সদস্যের দলে আছেন ২৫ বছর বয়সী জুনায়েদ।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সবচেয়ে সফল পেসার জুনায়েদ লাহোরে বিশ্বকাপের কন্ডিশনিং ক্যাম্পে হ্যামস্ট্রিংয়ে (পায়ের পেশিতে) চোট পান। চোট থেকে পুরোপুরি সেরে উঠতে তাকে কমপক্ষে দুই সপ্তাহের বিশ্রাম নিতে বলা হয়েছে।
মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র জানায়, জুনায়েদের বদলে বিশ্বকাপের আগের ম্যাচগুলোর জন্যে ডাক পেয়েছেন অলরাউন্ডার বিলওয়াল ভাটি, যার বিশ্বকাপের দলে জায়গা হয়নি। আগামী ৩১ জানুয়ারি ও ৩ ফেব্রুয়ারি ওয়ানডে দুটি খেলবে পাকিস্তান। আর ৯ ও ১১ ফেব্রুয়ারি দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ওই মুখপাত্র জানায়, জুনায়েদের চোট নিয়ে পাকিস্তানের প্রধান নির্বাচক মঈন খান পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানের সঙ্গে আলাপ করেছেন। তাদের আলোচনায় সিদ্ধান্ত হয়, চোট থেকে সেরে উঠলে বিশ্বকাপের দলে যোগ পাবেন এই পেসার।
১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে হবে একাদশ বিশ্বকাপ।
-এএইচ