কষ্টার্জিত জয় পেলেন শারাপোভা


প্রকাশিত: ১২:৩৯ পিএম, ২১ জানুয়ারি ২০১৫

অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে কষ্টার্জিত জয় পেয়েছেন রাশিয়ান সুন্দরী মারিয়া শারাপোভা। টেনিসের দ্বিতীয় বাছাই এ তারকা এদিন খেলতে নামেন তারই স্বদেশী ১৫০তম বাছাই আলেক্সেন্ডার পানোভার বিপক্ষে।

এদিন শারাপোভা প্রথম সেট ৬-১ এ জিতলেও দ্বিতীয় সেটে ৪-৬ এ হেরে যান। আর শেষ সেটটি দু’জনের মধ্যে তুমুল লড়াইয়ের পর শারাপোভা ৭-৫ সেটে জিতে ম্যাচে জয় পায়।

জয়ের পর পাঁচ বারের গ্রান্ড স্লাম জয়ী এ তারকা বলেন, সে দারুণ কিছু সার্ভ করেছে। আর আমিও ম্যাচে তেমন কোন সুযোগ পাইনি। তবে কষ্ট করে হলেও ম্যাচে জয় পাওয়ায় ভালো লাগছে।

এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।