বিপর্যয় কাটিয়ে উঠেছেন রুবেল
জাতীয় দলের পেসার রুবেল হোসেন জানিয়েছেন, কদিন আগের মানসিক বিপর্যয় কাটিয়ে উঠেছেন। সামনে শুধু বিশ্বকাপ নিয়ে ভাবতে চান। বুধবার মিরপুরে বিশ্বকাপ প্রস্তুতির শেষ দিন এক সংবাদ সম্মেলনে রুবেল বলেন, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাব। অন্য রকম রোমাঞ্চ অনুভব করছি। নিজেকে প্রমাণ করার দারুণ সুযোগ সেখানে।
ঘরের মাঠে বিশ্বকাপ প্রস্তুতির শুরুর দিন থেকেই রুবেলের সাথে কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হন সাংবাদিকরা। দুই সপ্তাহেও সাংবাদিকদের মুখোমুখি হননি জাতীয় দলের পেসার রুবেল।
সংবাদ সম্মেলনে নিজেকে প্রস্তুত করার ঘোষণা দিয়ে জানালেন, ঘটে যাওয়া সব ঘটনা ভুলে এখন বিশ্বকাপে মনোযোগ দিয়েছি। গত কিছুদিন কঠিন সময় গিয়েছে। সেসব নিয়ে এখন ভাবছি না। সামনে বিশ্বকাপ আছে দলের হয়ে বড় দায়িত্ব পালন করতে হবে।
বিশ্বকাপ দল ঘোষণার আগেই ব্যক্তিগতভাবে নারী ঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় আলোচনায় আসেন পেসার রুবেল। মাঝখানে দুদিন কারাগারেও যেতে হয়েছে। শেষ পর্যন্ত জামিন পেয়ে অনুশীলনে যোগ দিয়েছেন।
ডানহাতি পেসার রুবেল প্রাক্টিস সম্পর্কে বললেন, নতুন বলে দুর্বলতা আছে, সেটা নিয়ে কাজ করেছি। এ ছাড়া ইনিংসের শেষ দিকের বোলিং নিয়েও কাজ করেছি।
এএইচ