সোহাগ গাজীর বোলিং অ্যাকশন পরীক্ষা শনিবার


প্রকাশিত: ০৫:০৩ এএম, ২৪ জানুয়ারি ২০১৫

আশা-নিরাশার দোলাচালে থেকেই বোলিং অ্যাকশনের পরীক্ষায় অংশ নিচ্ছেন সোহাগ গাজী। শনিবার চেন্নাইয়ে বোলিং অ্যাকশন পরীক্ষায় অবতীর্ণ হবেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।  

বোলিং অ্যাকশন পরীক্ষার জন্য এরই মধ্যে চেন্নাই পৌঁছেছেন এই ডানহাতি অফস্পিনার। শুক্রবার দুপুর ১টায় চেন্নাইয়ের উদ্দেশে বিমানে ওঠেন তিনি। বোলিং অ্যাকশনে ত্রুটি থাকার কারণে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ সোহাগ গাজী। এ নিষেধাজ্ঞার বেড়াজাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মিশন নিয়েই আজ চেন্নাইয়ের শ্রীরামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ের ল্যাবে দ্বিতীয়বারের মতো পরীক্ষা দিবেন তিনি।

এর আগে গত বছরের ২৪ আগস্ট বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় সোহাগ গাজীর বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তোলেন ম্যাচের আম্পায়াররা। নিয়মানুযায়ী পরবর্তী ২১ দিনের মধ্যেই তাকে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর ইংল্যান্ডের কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সোহাগ গাজী। আর সেই বোলিং বিশ্লেষণ করে গত ৮ অক্টোবর আইসিসি আন্তর্জাতিক ক্রিকেটে তাকে নিষিদ্ধ করে।

আইসিসির বোলিং অ্যাকশন রিভিউ নীতি অনুযায়ী,বোলিং অ্যাকশনের দ্বিতীয় দফা পরীক্ষাতেও অ্যাকশন ত্রুটিপূর্ণ হলে পরবর্তী এক বছর বোলিং অ্যাকশন পরীক্ষার জন্য আর কোন আবেদন করতে পারবেন না সোহাগ গাজী।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।