২০১৫ বিশ্বকাপের প্রথম দিনে দুই কীর্তি


প্রকাশিত: ১২:৩০ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

২০১৫ বিশ্বকাপের প্রথম দিনে দারুণ দুই কীর্তি গড়লেন স্টিভেন ফিন ও অ্যারন ফিঞ্চ। ওয়ানডে ক্রিকেটের ৩৭তম এবং এই বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকের মালিক হওয়ার গৌরব অর্জন করলেন স্টিভেন ফিন। ‘প্রথম’ এর কীর্তি গড়েছেন অ্যারন ফিঞ্চও। এই প্রথম বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়ার কেউ।

শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলায় ইনিংসের শেষ ওভারে অর্থাৎ ৫০ ওভারের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে যথাক্রমে ব্রাড হাডিন, গ্লেন ম্যাক্সওয়েল ও মিশেল জনসনকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন স্টিভেন ফিন।

অস্ট্রেলিয়ার ইনিংসের ৪৯.৪ ওভারে ফিনকে চালিয়ে মারতে গিয়ে ডিপ থার্ড ম্যানে ব্রডের হাতে ক্যাচ দিয়ে প্রথমে আউট হন হাডিন। এরপর জো রুটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ম্যাক্সওয়েল। আর হ্যাটট্রিক পূর্ণ করার বলে জেমস অ্যান্ডারসনের হাতে ক্যাচ দেন জনসন।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এ পুলের প্রথম ম্যাচেই ইংল্যান্ডকে ১১১ রানে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।