বাংলাদেশের বিপক্ষে মাঠে ফিরছেন ক্লার্ক
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া। আর এ ম্যাচ দিয়েই মাঠে ফিরতে যাচ্ছেন হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়ে অনেকদিন ক্রিকেটার বাইরে থাকা অজি ব্যাটসম্যান মাইকেল ক্লার্ক।
মাঠে ফেরার জন্য উদগ্রীব ক্লার্ক নিয়মিত কঠোর পরিশ্রম ও অনুশীলন করছেন। এর মধ্যে বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে ক্লার্ক। স্কাই স্পোর্টসকে দেওয়া এক বক্তব্যে বুধবার অজি কোচ লেহম্যান বলেন,সে ভালো করছে আর আশা করছি দ্বিতীয় ম্যাচেই মাঠে নামতে পারবে। এদিকে,ক্লার্কের ফিরে আসা নিয়ে সতীর্থরাও বেশ উন্মুখ হয়ে আছেন।
উল্লেখ্য এর আগে প্রায় আট সপ্তাহ আগে ডান পায়ে অস্ত্রোপচার হয় ক্লার্কের।
এমআর/আরআইপি