ক্ষমা চাইলেন নেইমার


প্রকাশিত: ১২:১৯ পিএম, ০৬ মার্চ ২০১৫

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার সুয়ারেজের কাছে দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়েছেন। ভিয়ারিয়াল ম্যাচের প্রথমার্ধে সুয়ারেজকে পাস না বাড়িয়ে গোলের সুযোগ নষ্ট করায় তিনি ক্ষমা চান।

নেইমার বলেন, আমি ক্ষমা চাইছি সুয়ারেজের কাছে ৷পরেরবার যদি এমন সুযোগ আসে তাহলে বল বাড়িয়ে দেব সুয়ারেজকে ৷ একই সঙ্গে তিনি বলেন,  সুয়ারেজ ও আমার মাঝে ভিয়ারিয়ালের মাত্র একজন ছিল ৷আমি জায়গা পাওয়াতে শট নিয়েছি ৷এরজন্য ক্ষমা চাইছি ৷

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।