মেলবোর্নে ধোনি বাহিনী


প্রকাশিত: ০৪:৩১ এএম, ১৭ মার্চ ২০১৫

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অংশ নিতে মেলবোর্ন পৌঁছেছে ধোনি বাহিনী। আগামী ১৯ মার্চ বাংলাদেশের বিপক্ষে শেষ চারে ওঠার লক্ষ্য নিয়ে মেলবোর্নে মাঠে নামবে ভারত। এর আগে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতে শেষ আটে শেষ আট নিশ্চিত করে ধোনির দল।

এবারও ভারতই বিশ্বকাপ জিতবে বলে আশা প্রকাশ করেছে ভারতের ক্রিকেট লিজেন্ডরা। শাস্ত্রী বলেন, আর একদিন পর নকআউট পর্ব শুরু হচ্ছে। দল একবার জিততে শুরু করলে ফুরফুরে মেজাজে থাকে। কিন্তু হারলে দলের ওপর চাপ বাড়ে। কাজেই ভারত এখন এই জয়ের ধারা বেশ ভালই উপভোগ করছে।

এদিকে, শাস্ত্রীর সুরেই কথা বলেছেন ভারতীয় ক্রিকেটর আরেক কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাওস্কর। বিশ্বকাপের নিজেদের দুরন্তভাবে তুলে ধরার জন্য গাওস্কর ভারতীয় বোলারদের ভূয়সী প্রশংসা করেছেন।

গাওস্কর বলেন, এই জয়ের ধারায় বোলারদের অবদান অনস্বীকার্য। তিনি আরও বলেন, ভারত তো এখানে ঘুরতে আসেনি। চ্যাম্পিয়ন হতেই এসেছে। এক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের কোনও রকম সুযোগই দেবে না ভারত।

এমআর/আরআইপি
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।