গেইলের রেকর্ড ভাঙলেন গাপটিল


প্রকাশিত: ০৪:৪৫ এএম, ২১ মার্চ ২০১৫

২০১৫ বিশ্বকাপ আসরে দু’দুটি ডবল সেঞ্চুরি দেখল বিশ্ববাসী। বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলায় জিম্বাবুয়ের বিপক্ষে ডবল সেঞ্চুরি করে বিশ্বকাপের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের গেইল। শনিবার গেইলের সে রেকর্ড ভেঙ্গে বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।

শনিবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গাপটিল ১৬৩ বলে করেন ২৩৭ রান । ২৩৭ রানে অপরাজিত থাকেন গাপটিল। তার মাত্র ১৬৩ বলের ইনিংসে ছিল ২৪টি চার ও ১১টি ছক্কার মার। বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক এখন গাপটিল

এর আগে, গ্রুপ পর্বের খেলায় জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৭ বলে গেইল করেছিলেন ২১৫ রান।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।