রিয়াল-বার্সা মহারণ আজ


প্রকাশিত: ০৩:৪৩ এএম, ২২ মার্চ ২০১৫

ক্লাব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত  দ্বৈরথ এল ক্লাসিকোতে আজ মুখোমুখি হচ্ছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। অঘোষিত এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী মেসি-রোনালদো।

লা-লিগায় এখনো ১১ ম্যাচ বাকি। ২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ১ পয়েন্ট কম নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ। তারপরও শেষ পর্যন্ত এল ক্লাসিকোই শিরোপা নির্ধারক হয়ে উঠতে পারে। ঘরের মাঠে আজ জিতলে বার্সার লিড বেড়ে দাঁড়াবে চার পয়েন্ট। বাকি দশ ম্যাচে এই ব্যবধান ঘুচিয়ে রিয়ালের জন্য চ্যাম্পিয়ন হওয়াটা তখন খুব কঠিন হয়ে যাবে। বিপরীতে ন্যুক্যাম্প জয় করতে পারলে বার্সাকে টপকে ফের শীর্ষে উঠে যাবে রিয়াল।

মৌসুমের শেষ এল ক্লাসিকোর আগে বার্সা রয়েছে আগুনে ফর্মে। শেষ ১৮ ম্যাচে ১৭ জয়। কাতালানদের সামনে ট্রেবল জয়ের হাতছানি। রিয়ালের অবস্থান ঠিক উল্টো মেরুতে। শেষ ১৬ ম্যাচে পাঁচ হার।

তবুও রিয়ালকে হালকাভাবে নিতে নারাজ মেসি,‘তাদের যথেষ্ট সমীহ করি আমরা। যখন মাদ্রিদ এ ধরনের অবস্থায় থাকে,তখনই তারা সবচেয়ে বিপজ্জনক। ওদের দলে দারুণ সব খেলোয়াড় আছে। জিততে হলে অবশ্যই নিজেদের সেরাটা খেলতে হবে।’

রিয়ালের মাঠে মৌসুমের প্রথম ক্লাসিকোতে ৩-১ গোলে হেরেছিল বার্সা। কিন্তু গত তিন মাসে বদলে গেছে ছবিটা। শেষ ১৭ ম্যাচে ২০ গোল করে রোনাল্ডোকে (৩০) টপকে লা লীগায় শীর্ষ গোলদাতার আসনে বসেছেন মেসি (৩২)। আজ আবার হ্যাটট্রিক করতে পারলে বার্সার হয়ে ৪০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছুঁয়ে ফেলবেন মেসি। সব মিলিয়ে ক্লাসিক এক ক্লাসিকো দেখার অপেক্ষায় ফুটবলবিশ্ব।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।