মেসির সঙ্গে আমার বিশেষ সংযোগ আছে : সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৪২ পিএম, ২৭ জানুয়ারি ২০১৭

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে প্রথম লেগে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল বার্সেলোনা। তারপরও হয়তো একটি শঙ্কা ছিল কাতালান ক্লাবটির। সেই শঙ্কিত জায়গাটা থেকে বেরিয়ে আসতে বার্সাকে পথ দেখান ডেনিস সুয়ারেজ। ম্যাচের ১৭তম মিনিটে গোলমুখ উন্মোচন করেন স্প্যানিশ এই মিডফিল্ডার।

শেষ পর্যন্ত ৫-২ গোলে ম্যাচটি জিতে নেয় বার্সেলোনা। দুই লেগ মিলে ৬-২ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ চারের খেলা নিশ্চিত করেছে লুইস এনরিকের দল। একটি করে গোল করেছেন লুইস সুয়ারেজ, লিওনেল মেসি ও আরদা তুরান।

তবে ম্যাচটির শেষ দিকে (৮২ মিনিট) দুর্দান্ত এক গোল করে আলোচনায় ডেনিস সুয়ারেজ। যে গোলটির যোগানদাতা ছিলেন গ্রহের অন্যতম সেরা ফুটবলার মেসি। দুজনের দারুণ বোঝাপড়ায় গোলটি এসেছে।

বিন স্পোর্টসকে ডেনিস সুয়ারেজ বলেন, “মেসির সঙ্গে আমার বিশেষ সংযোগ আছে। যখন আমি তার পাশে খেলি, তখন মনে হয় যেন সঠিক পথেই আছি। সবকিছুই চলছে ঠিকঠাকভাবে।’

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।