সাতক্ষীরায় ক্রিকেটার সৌম সরকারকে সংবর্ধনা


প্রকাশিত: ১০:২৩ এএম, ২৬ মার্চ ২০১৫

সাতক্ষীরায় জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার সৌম্য সরকারকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার জেলা স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সৌম্য সরকারের হাতে একটি ক্রেস্ট তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফালুৎ ফুল্লাহ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রিফাত আমিন ও জেলা প্রশাসক নাজমুল আহসান ।

এ সময় স্টেডিয়ামে উপস্থিত ক্রিকেটপ্রেমী হাজারও দর্শক করতালি দিয়ে তাকে অভিনন্দন জানায়। সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে প্রাণঢালা সম্মাননা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন জাতীয় দলের এই ক্রিকেটার।

এ সময় সৌম্য সরকার তার প্রতিক্রিয়ায় জানান, নিজ এলাকাসহ দেশের মানুষের ভালোবাসা একদিন তাদের ক্রিকেটে বিশ্ব জয় করতে সহায়তা করবে। দেশ বাসিকে তিনি সব সময় তাদের পাশে থাকার আহবান জানান।

এসএইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।