র‌্যাংকিং না কমলেও, বেড়েছে পয়েন্ট ও রেটিং


প্রকাশিত: ০১:৫৮ পিএম, ৩০ মার্চ ২০১৫

২০১৫ বিশ্বকাপে ভালো পারফর্ম করায় র‌্যাংকিংয়ে কোনো উন্নতি না হলেও পয়েন্ট ও রেটিং বেড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। র‌্যাংকিংয়ে নবম স্থানেই আছে মাশরাফির দল।

বিশ্বকাপের আগে বাংলাদেশের পয়েন্ট ছিল ২৪৬৬ এবং রেটিং ছিল ৭৫। ৪২৩ পয়েন্ট বেড়ে পয়েন্ট দাঁড়িয়েছে ২৮৮৯। তবে রেটিং বেড়েছে মাত্র ১। নতুন রেটিং ৭৬।

বিশ্বকাপে এবারই প্রথমবার কোয়ার্টার ফাইনালে খেলেছে বাংলাদেশ। গ্রুপপর্বের তিন ম্যাচে জয়ের দেখা পান মাশরাফিরা। ইংল্যান্ডের মতো হটফেভারিট দলকে হারিয়েছেন তারা। কোয়ার্টারেও লড়াই করেন টাইগাররা।

এদিকে র‌্যাংকিংয়ের শীর্ষস্থানে আছে ১১তম বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দুইয়ে ও তিনে রয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ভারতের রেটিং ১১৬ ও দক্ষিণ আফ্রিকার রেটিং ১১২।

তবে চমক দেখানো নিউজিল্যান্ডের উন্নতি হয়েছে দুই ধাপ। ষষ্ঠ স্থান থেকে এক লাফে চতুর্থ স্থানে উঠে এসেছেন কিউইরা। এরপর রয়েছে যথাক্রমে শ্রীলংকা, ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।