ধোনিকে যোগরাজের অভিশাপ


প্রকাশিত: ১২:১৫ পিএম, ০৭ এপ্রিল ২০১৫

বিশ্বকাপ দলে যুবরাজ সিং সুযোগ না পাওয়ায় ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে পথে বসার অভিশাপ দিয়েছেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। যুবরাজ সিংয়ের বাবার দাবি মিডিয়ার কারণেই এতো নাম যশ ধোনির।

যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং বলেন, এক সময় ধোনির কিছুই ছিল না। মিডিয়াই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। যোগরাজ আরও বলেন, আমি যদি মিডিয়াকর্মী হতাম, এই মুহূর্তে এখানেই ধোনিকে থাপড়াতাম।

২০১১ বিশ্বকাপে ম্যান অব দ্যা সিরিজ পুরস্কার জেতা যুবরাজসহ পাঁচজন খেলোয়াড় ছাড়াই বিশ্বকাপ শুরু করে ভারত। দলে ডাক পাননি গৌতম গম্ভীর, হরভজন সিং, বীরেন্দর শেওয়াগ ও জহির খানের মতো খেলোয়াড়রা।

যুবরাজের বাবা বলেন, ‘ধোনি বেয়াদপ, অহঙ্কারী। তবে এর জন্য একদিন সে ভুগবে। একদিন এসবের জন্য ভিক্ষা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না ধোনির। সেদিন তাকে কেউ সাহায্যও করবে না।’

এমআর/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।