স্ত্রীর সঙ্গে রায়নার প্রথম সেলফি


প্রকাশিত: ০১:৪৭ পিএম, ০৯ এপ্রিল ২০১৫

বিয়ের পর স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে সেলফি তুলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বৃহস্পতিবার প্রথমবারের মতো নিজের ছবি পোস্ট করেছেন ভারতীয় তারকা ক্রিকেটার সুরেশ রায়না। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে বান্ধবী প্রিয়াঙ্কা চৌধুরীকে বিয়ে করেন ভারতের জাতীয় দলের ক্রিকেটার সুরেশ রায়না।

প্রিয়াঙ্কা কর্মসূত্রে নেদারল্যান্ডে থাকেন। রায়না আর প্রিয়াঙ্কার পরিবার একে অপরকে দীর্ঘদিন ধরেই চেনেন। সেই দীর্ঘদিনের বন্ধুত্বই আত্মীয়তার সম্পর্কে বদলে যায় গত ৩ এপ্রিল। মায়ের পছন্দের পাত্রীকে রায়না বিয়ের আগে মাত্র দুবারই দেখেছিলেন। একবার প্রিয়ঙ্কার যখন বছর দশেক বয়স ছিল তখন। এরপর দুজনের একবার দেখা হয়েছিল বিমানবন্দরে। তারপর দেখা বিয়ের মণ্ডপে।

তবে আইপিএল-৮ অংশ নিতে হচ্ছে বলে এখনই মধুচন্দ্রিমায় যেতে পারছেন না রায়না-প্রিয়াঙ্কা। তবে আইপিএল শেষেই দুজনে পাড়ি দেবেন ইতালির উদ্দেশ্যে।

এমআর/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।