রোনালদোর নতুন মাইলফলক


প্রকাশিত: ০১:৫৪ পিএম, ০৯ এপ্রিল ২০১৫

বুধবার স্প্যানিশ লা লিগায় রায়ো ভায়োকানোর বিপক্ষে গোল করে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন রিয়ালের তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে সব ধরনের প্রতিযোগিতায় এটি ছিল তার ৩০০তম গোল।

২০০৯ সালে রেকর্ড ৮০ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন এই পর্তুগিজ তারকা। এরপর থেকে গেল কয়েক বছর ধরে তিনি রিয়ালের প্রাণভোমরা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।

৩০০ গোল নিয়ে রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রোনালদো রয়েছেন তৃতীয় স্থানে। ৩২৩ গোল নিয়ে রাউল রয়েছেন সবার শীর্ষে। আর ৩০৭ গোল নিয়ে আলফ্রেডো ডি স্টেফানো রয়েছেন দ্বিতীয় স্থানে।

তবে রোনালদো যেখানে ২৮৮ ম্যাচ খেলে ৩০০ গোল করেছেন সেখানে রাউল ও স্টেফানো সমপরিমাণ গোল করতে যথাক্রমে ৭৪১ ও ৩৯৬ ম্যাচ খেলেছেন।

এমআর/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।