চেন্নাইয়ের দ্বিতীয় উইকেটের পতন


প্রকাশিত: ০৩:০৮ পিএম, ০৯ এপ্রিল ২০১৫

আইপিএলের দ্বিতীয় ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়েছে চেন্নাই। তবে রানের চাকা সচল রেখে ব্যাট করছে ডুয়েন স্মিথ আর ডু প্লেসিস। শেষ খবর পাওয়া পর্যন্ত চেন্নাইয়ের সংগ্রহ ৭ ওভার শেষে ২ উইকেটে ৬৫ রান। স্মিথ ৩২ আর ডু প্লেসিস ১৩ রান নিয়ে ব্যাট করছে।

পরিসংখ্যান ও কাগজে কলমে শক্তিশালী চারবার আইপিএলের শিরোপা ঘরে তোলা চেন্নাই সুপার কিংস। বিশ্বকাপ জয়ী অধিনায়ক ধোনের নেতৃত্বে চেন্নাইয়ে রয়েছে ম্যাককালাম, ইরফান পাঠান, মাইক হাসি ও ডোয়াইন ব্রাভোর মতো তারকা ক্রিকেটার।

তবে, ম্যাচ গড়া পেটার অভিযোগে সদ্যই নিষিদ্ধ হয়েছেন দলটির কর্ণধার। যা প্রভাব ফেলতে পারে মাঠের পারফরমেন্সে।

অন্যদিকে, গেল বছর তলানির দল দিল্লি ডেয়ারডেভিলস দলে টেনেছে আসরের সবচেয়ে দামি খেলোয়াড় যুবরাজ সিংকে। এছাড়াও দলে রয়েছেন জেপি ডুমিনি, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ইমরান তাহির ও ডি ককের মতো তারকা ক্রিকেটার।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।